আওয়ার ইসলাম: দেশবরেণ্য আলমে দ্বীন নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক মাওলানা ক্বারী বেলায়েত হুসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মাওলানা ক্বারী বেলায়েত হুসাইন নুরানী শিক্ষা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে মহাগ্রন্থ আল-কুরআন শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। এ অঞ্চলের দ্বীনি শিক্ষার প্রাথমিক স্তর ‘নূরানী’ তাঁর চিন্তা ও গবেষনার ফসল। দেশের হাজার হাজার নূরানী মক্তব গড়ে উঠেছে তার শিক্ষা পদ্ধিতি অনুসরণ করে। এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাঁর প্রবর্তিত কুরআন শিক্ষা পদ্ধতি অনুসরণ করে সহজেই মাসয়ালা- মাসায়েলসহ সহীহ শুদ্ধ ভাবে পবিত্র কুরআন শেখার ও পড়ার সৌভাগ্য অর্জন করেছেন।
খেলাফত মজলিসের কর্মীদের জন্যে নির্ধারিত সিলেবাসেও ক্বারী বেলায়েত হুসেনের পুস্তক নির্ধারিত রয়েছে। দ্বীনী শিক্ষা প্রসারে তাঁর অবদান অবিষ্মরণীয় হয়ে থাকবে। ক্বারী বেলায়েত হুসেনের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনো পূরণ হবার নয়।
প্রদত্ত এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা ক্বারী বেলায়েত হুসেনের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর জন্যে জান্নাতের আলা মাকাম কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য দেশবরেণ্য আলমে দ্বীন যুগান্তকারী নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক মাওলানা ক্বারী বেলায়েত হুসেন আজ ২৪ জুন ২০১৭ দুপুর ১২:৩০ মিনিটে মুহাম্মদপুরের বাসায় ইন্তিকাল করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। ২০১২ সাল থেকে ব্রেন স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে তিনি শয্যাশায়ী ছিলেন।
কারী মাওলানা বেলায়েত হুসাইন আর নেই