ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে সোমালি শরণার্থীদের সঙ্গে ইফতার করেছেন।শুক্রবার নিজের ফেসবুক একাউন্টে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেন।
ছবিতে দেখা যাচ্ছে, মার্ক জাকারবার্গের আশেপাশে কয়েকজন সোমালি নারী শরণার্থী রয়েছেন। যারা আফ্রিকার সোমালিয়া থেকে অভিবাসনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আরো দেখা যাচ্ছে, সামনে ইফতারের খাবার রেখে ওইসব সোমালি নারীদের জীবনের দুর্বিষহ গল্প মনোযোগ সহকারে শুনছেন জাকারবার্গ।
এছাড়া রমজানের এই শেষ সময়ে এ ধরনের ‘ইফতার’ আয়োজন করার জন্য তিনি আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়া বিদেশ বিভূঁইয়ে এসে নতুন জীবন শুরু করার জন্য তিনি এইসব শরণার্থীদের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।