ঈদের সানাই
ঈদের সানাই উঠলো বেজে
রমযানের ঐ রোযার শেষে
খুশির খবর যায় শুনিয়ে
চাঁদের বুড়ি মিষ্টি হেসে।
খোকা বলে আসবে বাবা
নতুন জামা জুতো নিয়ে
কোলাকুলি করবে সবে
নতুন জামা গায় জড়িয়ে।
খালেদ রুমি নকীব সবে
দল বেঁধে যায় ঈদগাহেতে
ঈদ এলো তাই ওরা সবে
আনন্দেতে উঠলো মেতে।
ত্যাগ বিয়োগের সিয়াম শেষে
খোদার রহম ঝড়ে পড়ে
ঈদ এলে তাই আনন্দ হয়
সব মুমিনের ঘরে ঘরে।
সমতার বন্ধন
ঈদ মানে একতা সমতার বন্ধন
ঈদ মানে উৎসব ভুলে ব্যথা ক্রন্দন।
ঘুরে ঘুরে দেখো সারা পৃথিবী জুড়ে
সোহার্দ বিরাজিত সবার অন্তপুরে।
বিভেদ ভুলে সবে ঈদগাহে এসেছে
চেয়ে দ্যাখো সবে এক কাতারেই নেমেছে।
ছোট কিবা বড় হোক কিবা গরীব ধনী
ডাকে এক প্রভুকেই গায় সবে সাম্যধ্বনি।
সবে এক সত্ত্বার গুনগান গেয়ে যায়
আল্লাহর রহমত বারিধারা নেমে যায়।
মহামিলনের এই দিন ঘুরে আসে বছরে
উৎসব হয় ঈদে মুমিনের ঘরে ঘরে।
এসএস/