পরিবেশ দূষণের দায়ে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডকে ১৬ লাখ ৮৯ হাজার ৯৫২ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর বুধবার এই জরিমানা ধার্য করে প্রতিষ্ঠানটিকে দ্রুত পরিশোধ করতে নির্দেশ দিয়েছে বলে সূত্রে জানা গেছে।
দেশের বড় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই পেপার মিলসটি বসুন্ধরা পেপার মিলস-৩ হিসেবে পরিচিত। এর অবস্থান মুন্সিগঞ্জে বলে জানা গেছে।
পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট ও মনিটরিং) আবু হেনা মোরশেদ জামান নিউজবাংলাদেশকে বলেন, “বুধবার পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে ১৬ এ জরিমানা করা হয়েছে।”
তিনি বলেন, “শুধু বসুন্ধরা পেপার মিলসকে নয়, গাজীপুর এবং মুন্সীগঞ্জ আরও ৩টি কারখানাকে বিভিন্ন অংকে ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং।”
জানা গেছে, বসুন্ধরা পেপার মিলস এর কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে প্রতিষ্ঠানটি।
কারো ভাঙ্গা মন জোড়া লাগাতে পারলে আল্লাহ তাকে জান্নাত দিবেন