বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলায় ২৪ ইয়েমেনি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার রাজধানী সানায় এক মার্কেটের সামনে বিদ্রোহীদের বিরুদ্ধে এই হামলায় অন্তত ২৪ জন সাধারণ ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র মতে, ইয়েমেনের বিদ্রোহীদের পরাস্ত করতে সৌদি জোট এ হামলা চালায়।

এ ব্যাপারে সরকারি কর্মকর্তা এফবিসিকে এফবিসিসিআইয়ের গোপনীয়তা দাবি করে বলেন, এক প্রত্যক্ষদর্শী মেডিকেল কর্মকর্তা জানান, মার্কেটটিতে প্রাকৃতিক শক্তিবর্ধক উত্তেজকপূর্ণ দ্রব্য বেচাকেনার কেন্দ্র ছিল।

যেখান থেকে সৌদি আরবের ক্বাত শহরে এসব দ্রব্য পাচার করা হত। ইয়েমেনে এসব দ্রব্য সাধারণভাবে সবাই ব্যবহার করলেও সৌদি আরবে নিষিদ্ধ।

অন্যদিকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে কয়েকজন মাত্র সৌদি সীমান্তের ভিতর থেকে ফিরে আসছিল।

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে দুই বছরেরও বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে, এসব হামলায় প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ