বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

তুরস্কের সামরিক ঘাঁটির প্রস্তাবে সৌদির না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের মাটিতে সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব দিয়েছিল তুরস্ক। তবে সেই প্রস্তাবে না জানিয়ে দিয়েছে সৌদি প্রশাসন।

দেশটিতে তুরস্কের কোনো সামরিক স্থাপনা নির্মাণ করা হবে না মর্মে রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থায় একটি রিপোর্ট প্রকাশ করেছে।

জানা যায়, সৌদি সাম্রাজ্যে তুরস্ককে কোনো সামরিক ঘাঁটি করতে দেয়া হবে না। সৌদি আরবের সামরিক ক্ষমতা তুরস্কের চেয়ে কোনো অংশে কম নয়।

বার্তাসংস্থা এএফপি’র প্রকাশিত সংবাদে এক সৌদি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে সৌদি আরব নিজেদের মাটির বাইরেও লড়াই করছে। এমনকি তুরস্কের ইনসিরলিক ঘাঁটি থেকেও সৌদি বাহিনী অভিযান পরিচালনা করা হয়।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেন, সৌদি আরবকে ২০১৪ সালে কাতারে সামরিক স্থাপনা নির্মাণের পরই প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তখন সৌদি কর্তৃপক্ষ এরদোয়ানের প্রস্তাব নিয়ে কোনো বক্তব্য না দিলেও গত শনিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।

উল্লেখ্য, কাতারের সঙ্গে গত ৫ জুন উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচ দেশ সম্পর্ক ছিন্ন করে। পরবর্তীতে এর ধারাবাহিকতায় আরো কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে, কাতার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম অর্থ যোগানদাতা ও মদদদাতা। ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী সংগঠনকেও কাতার অর্থ সহায়তা দিয়ে থাকে বলেও অভিযোগ করা হয়েছে। কিন্তু সকল অভিযোগ থাকা সত্ত্বেও মাত্র কয়েকদিন আগেই কাতারের সঙ্গে যুদ্ধবিমান বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

সৌদিতে শাখা খুলতে চায় ইসলামী ব্যাংক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ