আওয়ার ইসলাম: গতকাল ১৭ জুন বিকালে ‘হযরত উসমান রা. এর শাহাদত বার্ষিকী পালন’ উপলক্ষে বাংলাদেশ জন দল (বিজেডি)’র উদ্যোগে ৮ বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও ইতফার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে (বিজেডি)’র সভাপতি ডা. এস.এম শাহজাহান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, (বিজেডি)’র মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরী।
সভাপতির বক্তব্যে ডা. এস.এম শাহজাহান বলেন, খোলাফায়ে রাশেদীনদের জীবনে রয়েছে আমাদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা। এজন্য তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাষ্ট্র পরিচালনা এবং মানুষের কল্যাণের ক্ষেত্রে খলিফায়ে রাশেদীনদের আদর্শ ও তাদের দেয়া দিকনির্দেশনা অনুসরণ করতে হবে।
মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরী বলেন, হযরত উসমান রা. এর শাহাদাত বরণে মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। হত্যাকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি মুসলিম উম্মাহকে হযরত উসমান (রা.) এর আদর্শকে অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রফেসর আতিকুল ইসলাম, মোল্লা ফারুক, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ, ক্যাপ্টেন (অব) রফিক আহমেদ, খুরশিদ আলম, মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. ইকবাল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাও. সাইদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টয় চৌধুরী, সহ যুব বিষয়ক সম্পাদক তুহিন, আবু হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেনা আক্তার জয়া, স্বেচ্ছাসেবক জনদলের আহ্বায়ক সোহাগ ফরাজী, মো. সুমন মৃধা, আরাফাত, হাবিবউল্লাহ প্রমুখ।
এসএস/