আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লেখকবাড়ি ডটকমের উদ্যোগে আয়োজন করা হয়েছে লেখকবাড়ি গল্প প্রতিযোগিতা ১৭। নিজের লেখা গল্প দিয়ে অংশ নিতে পারবে যে কেউ। গল্প জমা দেয়া যাবে ৩০ জুন পর্যন্ত।
জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটি গল্প। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, জন্ম থেকে মৃত্যু, জীবনের প্রতিটি সময়ের পেছনে লুকিয়ে আছে হাজারো গল্প। গ্রাম থেকে শহর, মেঠোপথ থেকে পিচঢালা রাস্তার মসৃণতা, জীবনের সময়গুলো উঠে আসে একেকটি গল্পে।
একজন গল্পকার একজন জীবনকথক, একজন গল্পকার একজন স্বপ্ন-আঁকিয়ে।
গ্রামীণ ও নাগরিক জীবনের সেই স্বপ্ন-আঁকিয়েদের নিয়ে আয়োজন- লেখকবাড়ি গল্প প্রতিযোগিতা-২০১৭।
প্রতিযোগিতার নিয়মাবলী :
১। লেখা SutonnyMJ ফন্ট বা ইউনিকোডে হতে হবে।
২। গল্পের শুরুতে অবশ্যই ‘লেখকবাড়ি গল্প প্রতিযোগিতা-২০১৭’ লিখুন।
৩। গল্প হতে হবে ১০০০-২৫০০ শব্দের মধ্যে।
৪। গল্পটি অবশ্যই অন্য কোথাও অপ্রকাশিত হতে হবে।
৫। গল্প জমা দেওয়ার শেষ সময় ৩০ জুন রাত ১১.৫৯ মিনিট।
৬। একজন লেখক সর্বোচ্চ ২ টি গল্প জমা দিতে পারবেন।
৭। লেখার সাথে লেখকের নিজের নাম, ছবি, ঠিকানা, ফোন নাম্বার ও ফেইসবুক আইডির লিংক দিতে হবে।
৮। লেখা পাঠানোর ঠিকানা :
ই-মেইল : [email protected] অথবা facebook.com/lekhokbari পেইজের ইনবক্সে।
৯। প্রতিটি গল্প নির্বাচন করা হবে গল্পের ভাষা, উপাদান ও গঠনদক্ষতা এই তিনটি বিভাগে।
১০। ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের খুঁটিনাটি ঈদের দ্বিতীয় সপ্তাহ বিজয়ীসহ সকল অংশগ্রহণকারীকে জানিয়ে দেয়া হবে।
১১। লেখকবাড়ি ডটকম, অঙ্কুর প্রকাশনী ও সবুজপাতা প্রকাশনী কর্তৃপক্ষের কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
১২। অবশ্যই বানানশুদ্ধতা বাঞ্ছনীয়।
১৩। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত গল্পগুলো লেখকবাড়ি ডটকমে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
১৪। এ পোষ্টটি ফেইসবুকে নিজের ওয়ালে শেয়ার করুন।
১৫। বিজয়ী প্রথম তিনজনকে দেয়া হবে সনদসহ আকর্ষণীয় পুরষ্কার, দুইজনকে বিশেষ পুরষ্কার এবং পাঁচজনকে দেয়া হবে সান্ত্বনা পুরষ্কার।
১৬। লেখকবাড়ি কর্তৃপক্ষ যেকোনো সময় প্রতিযোগিতার যেকোনো নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন ও বাতিল করতে পারবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- www.lekhokbari.com
এসএস/