বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাহাড়ধস : উদ্ধার কাজে অংশ নিতে ভারতের আগ্রহ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  টানা বর্ষণে বাংলাদেশের পাহাড়ধসে হতাহতের ঘটনায় শোক জানিয়ে উদ্ধার কাজে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টুইটার বার্তায় ওই কথা জানান মোদি।

টুইটারে মোদি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। প্রয়োজন হলে স্থানীয়ভাবে খোঁজ ও উদ্ধারকাজ চালানোর জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।’

আরেকটি টুইটে মোদি বলেন, ‘পাহাড় ধসে নিহতের ঘটনায় আমি শোকাহত।  নিহতদের পরিবারের জন্য সহানুভূতি ও আহতদের জন্য প্রার্থনা রইল।’

এদিকে সময় গড়ানোর সঙ্গে বাড়ছে লাশের সংখ্যা। তিন জেলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রাঙামাটিতে চার সেনা সদস্যসহ ১০১ জন, চট্টগ্রামে ৩৬ জন ও বান্দরবানে ছয়জন রয়েছে।

পাহাড় ধসে নিহতদের প্রতি শীর্ষ আলেমদের শোক প্রকাশ

এছাড়া পাহাড়ি ঢলের পানিতে ডুবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাঁচজন ও রাউজান উপজেলায় একজন এবং রাঙামাটির কাপ্তাই উপজেলায় একজন মারা গেছেন।

বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের প্রভাবে গত রোববার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে সারা দেশে। সোমবার এটি বাংলাদেশের উপকূল ও স্থলভাগ অতিক্রম করে। এর প্রভাবে বৃষ্টির পরিমাণ আরো বাড়ে। টানা বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে গ্রাম-শহরে দুর্ভোগে পড়ে মানুষ। এ কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়। অনেক স্থানে বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ