বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

এই বাজেট সরকারি লোকদের পকেটকে স্ফীত করার জন্য: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাজেটের সমালোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার সবচেয়ে বড় পকেটমারের ভূমিকা পালন করছে।

তিনি বলেছেন, এই বাজেট দেয়া হয়েছে শুধুমাত্র সরকারি লোকদের পকেটকে স্ফীত করার জন্য জনগণের পকেট কেটে নেয়া। এটাই বাস্তবতা, এটাই সত্য।

মঙ্গলবার রাজধানীর আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ড হলে রংপুর মেডিক্যাল কলেজ জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, “এই সরকার অত্যন্ত সুপরিকল্পিত ও সুচিন্তিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, রাষ্ট্র কাঠামোকে নষ্ট করেছে, গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা।

তিনি আরো বলেন, “আমরা আতঙ্কিত হয়ে উঠি, আশঙ্কাগ্রস্ত হয়- যখন দেখি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এই সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই কারণে আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে যাচ্ছে এবং স্তম্ভগুলো ভেঙে পড়ছে। কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছেন, সরকার নিম্ন আদালতগুলোকে কব্জা করে ফেলেছে এবং এখন উচ্চ আদালতকে কব্জা করবার জন্য পায়তারা করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন সরকার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে।”

সাইকেল চুরি; কপালে লিখে দেয়া হলো আমি চোর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ