আওয়ার ইসলাম: চলমান কাতার সংকট ঈদুল ফিতরের আগেই নিরসনের জন্য আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু দেশটিতে নিযুক্ত সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সঙ্গে দেখা করে এ আহবান জানান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ।
খবরে বলা হয়, ক্যাভুসোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বার্তা পৌঁছে দিয়েছেন ওই তিন রাষ্ট্রদূতের কাছে। এতে, আসন্ন ঈদুল ফিতরের আগে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহবান জানানো হয়।
গতকাল কাতার সংকট ইস্যুতে তুরস্কের মন্ত্রিপরিষদের এক বৈঠক হওয়ার কথা ছিল। তার আগ দিয়ে আঙ্কারায় সৌদি রাষ্ট্রদূত ওয়ালিদ বিন আব্দুল করিম এল খেরেইজি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত খলিফা শাহিন আল মারার এবং বাহরাইনি দূতাবাদের চার্জ দ্যা অ্যাফেয়ার্স কোমাইল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী।
খবরে আরো বলা হয়, কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করানোর চেষ্টা করছে আঙ্কারা। সন্ত্রাসবাদে কাতারের সমর্থনের অভিযোগ তুলে আরব দেশগুলো দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সেখানে খাবার ও পানীয় সরবরাহ করে আসছে তুরস্ক ও ইরান। সৌদি আরব কাতারের সঙ্গে তাদের স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে। ফলে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি।
উল্লেখ্য, এর আগে চলমান এই সংকট নিরসনের জন্য ১০ই জুন বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সঙ্গে বৈঠক করে তুরস্ক।
এসএস/