বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

হজক্যাম্পের নামে আবাসিক হোটেল: যাত্রীদের মাঝে বিভ্রান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি আবাসিক হোটেলের নাম ‘হজক্যাম্প’ হওয়া বিপাকে পড়েছেন হজক্যাম্প কর্তৃপক্ষসহ যাত্রীরা।

বিমানবন্দর হজক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন মুক্তিযোদ্ধা মার্কেটের চতুর্থ তলায় ‘হজক্যাম্প’ নাম ব্যবহার করে এ হোটেল করা হয়েছে। প্রায়ই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ আবাসিক হোটেল খুঁজতে হজক্যাম্পে ঢুকে পড়েন। এ ঘটনায় বিব্রত হজক্যাম্প কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে হজক্যাম্পের নাম ব্যবহার করে ওই আবাসিক হোটেল চালিয়ে যাচ্ছে স্থানীয় কয়েক ব্যক্তি। এ ব্যাপারে হজক্যাম্পের ইমাম মাওলানা জাহাঙ্গীর হোসেন জানান, আবাসিক হোটেলে ‘হজক্যাম্প’ নাম ব্যবহার করায় হজক্যাম্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। প্রায়ই মানুষ আবাসিক হোটেল খুঁজতে হজক্যাম্পে ঢুকে পড়েন।

তিনি  বলেন, হজক্যাম্প হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। সারাদেশে একটি মাত্র প্রতিষ্ঠান এই হজক্যাম্প। মুক্তিযোদ্ধা মার্কেটের কয়েকজন মুক্তিযোদ্ধা সদস্য বলেন, তারা মনে করেন, হজক্যাম্পের নাম ব্যবহার করে আবাসিক হোটেল করা আইনত অপরাধ।

এ ব্যাপারে হজক্যাম্পের পরিচালক উপ-সচিব ছাইফুল ইসলাম জানান, আবাসিক হোটেলে ‘হজক্যাম্প’ নাম ব্যবহার করা গুরুতর অপরাধ। অচিরেই ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগের চেষ্টা করেও ওই হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ