আওয়ার ইসলাম : আবারও যুক্তরাজ্যের সরকার গঠনের ঘোষণা দিলেন থেরেজা মে। দেশটির ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থনে নতুন সরকার গঠন করার ঘোষণা দিয়েছেন তিনি।
বাকিংহাম প্যালেস থেকে বের হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এক বক্তৃতায় থেরেসা এই কথা জানান। নির্বাচনে তার দল কনজারভেটিভ পার্টি সবচেয়ে বেশি ভোট এবং আসন পেয়েছে। এই জন্য থেরেসার দল সরকার গঠনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে থেরেসা বাকিংহাম প্যালেসে গিয়ে রানী এলিজাবেথের কাছ থেকে সরকার গঠনের অনুমতি নিয়েছে।
যুক্তরাজ্য নির্বাচনে তিন বাংলা কন্যার জয়; ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা
৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফলে কনজারভেটিভ পেয়েছে ৩১৮ আসন। সরাসরি সরকার গঠন করতে হলে দলটিকে পেত হতো ৩২৬ আসন। তাই এখন দলটিকে আট আসন কম পাওয়ায় ডিইউপি'র সমর্থন নিয়ে সরকার গঠন করতে হচ্ছে।
২৫ মিনিটের বক্তৃতায় থেরেসা জানিয়েছেন, ডিইউপি'কে সঙ্গে নিয়ে তিনি মিত্রতার সঙ্গে কাজ করতে চান। সেইসঙ্গে দেশের সংকটপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যকে এগিয়ে নিতে চান।
সূত্র : বিবিসি বাংলা
-এআরকে