বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পুলিশের গুলিতে কলেজ ছাত্র নিহত, আবারও উত্তাল কাশ্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আদিল ফারুক নামের এক কলেজছাত্র নিহত হওয়ার প্রতিবাদে আজ সেখানকার প্রতিবাদী জনতা ব্যাপক বিক্ষোভ করেছে।

ওই কলেজছাত্র গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর ক্রসফায়ারে নিহত হন।

আজ কয়েক হাজার জনতা তার জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন।

আজ (বুধবার) ওই ঘটনার প্রতিবাদে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামাতে সর্বাত্মক বনধ পালন করা হচ্ছে। সেখানকার তরুণরা সড়কে নেমে ‘আজাদি’র সমর্থনে স্লোগান  দেয়াসহ পুলিশ ও আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।

অন্যদিকে, আজ ইসলামী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহস্রাধিক ছাত্র প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়। এ সময় জম্মু-কাশ্মির মহাসড়কে ছাত্ররা ভারত বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানোর পাশাপাশি স্টান গ্রেনেড ছোঁড়ে।

আজ হান্দওয়াড়াতে সরকারি ডিগ্রি কলেজের কয়েকশ’ ছাত্র প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়। প্রতিবাদী ছাত্ররা সরকার বিরোধী স্লোগান দিয়ে সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পাল্টা জবাবে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সময় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানে মঙ্গলবার নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর সময় ২ গেরিলাকে বাঁচাতে স্থানীয় জনতা পাথর ছুঁড়ে প্রতিবাদ জানায়। এসময় ভিড়ের মধ্যে থাকা আদিল ফারুক নামে এক তরুণ গুলিতে নিহত হন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক সহিংসতায় ৫ নিরাপত্তা কর্মীসহ ১০ জন আহত হন।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ