বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মওদুদের বাড়ির সামনে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে রাজউক-এর দখলে নেওয়া তার ‘বাড়ি’র সামনে গেছেন।

বুধবার রাত আটটার দিকে তিনি গুলশানের ১৫৯ নম্বর বাড়িটির সামনে যান।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, বুধবার (৭ জুন) সন্ধ্যার দিকে বসুন্ধরার একটি হলে ইফতার শেষ করে গুলশানের যে বাড়ি থেকে ব্যারিস্টার মওদুদ আহমদকে উচ্ছেদ করা হয়েছে, সেই বাড়ির সামনে যান খালেদা জিয়া।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপিপন্থী বুদ্ধিজীবী মাহফুজউল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেন। কিভাবে বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কোন বাসায় তিনি উঠেছেন, এসব ব্যাপারে কথা বলেন খালেদা জিয়া।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদ জঙ্গি আচরণ। কোনও ধরনের নোটিশ ছাড়া মুক্তিযুদ্ধের একজন সংগঠক, ভাষা সৈনিক এবং একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে এমন আচরণের নিন্দা জানানোর ভাষা জানা নেই।’

এর আগে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, ‘মওদুদ আহমদ ৩০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন। তাকে আজ  (বুধবার) বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছিল সরকার।’

খালেদা জিয়া বলেন, ‘জনগণ সব দেখছে, আজকে আমাদের যারা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকেও একদিন এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে।’

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ