বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বাবরি মসজিদ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পেলেন বিজেপির ৩ শীর্ষ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়ার মামলায় সশরীরে আদালতে হাজিরা দেয়া থেকে অব্যাহতি পেয়েছেন ভারতীয় জনতা দলের শীর্ষস্থানীয় নেতা এলকে আদভানি, উমা ভারতী, মুরলি মনোহর যোশী।

স্বশরীরে আদালতে হাজির না হওয়ার জন্য করা আবেদনের প্রেক্ষিতে লখনৌতে অবস্থিত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

অভিযোগ আছে, বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন বিজেপির এসব নেতা। এ নিয়ে আদালতে বিচার কাজ চলছে।

এর আগের শুনানিতে তারা আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু বুধবার তাদেরকে সশরীরে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। তা মঞ্জুর করেছে আদালত। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

Related imageএতে বলা হয়, অযোধ্যায় অবস্থিত ঐতিহ্যবাহী বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয় উশৃংখল জনতা। এ ষড়যন্ত্রের সঙ্গে বিজেপির ওইসব নেতা জড়িত ছিলেন বলে তাদের বিরুদ্ধে গত সপ্তাহে সিবিআই আদালত ফৌজদারি অভিযোগ গঠন করে।

এ ছাড়া আরো অভিযোগ গঠন করার কথা বিজেপির বিনয় কাতিয়ার, বিশ্ব হিন্দু পরিষদের বিষ্ণু হরি ডালমিয়া ও ধর্মীয় নেতা স্বাধ্বী রিথামবারার বিরুদ্ধে।

বুধবারের শুনানিতে এল কে আদভানি, উমা ভারতী সহ অন্য নেতারা আদালতে হাজির হন। তাদেরকে সমর্থন করে বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, আমাদের ৬ জন নেতাই নিরপরাধ। তারা নিষ্কুলুষ অবস্থায় বেরিয়ে আসবেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ