বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কাতারকে বিচ্ছিন্ন করার কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের জোগানদাতা অভিযোগ করে কাতারকে উপসাগরীয় প্রতিবেশীদের কাছ থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার কৃতিত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করা বার্তায় কাতারের বিচ্ছিন্নতার জন্য নিজের ভূমিকার কথা বলেন ট্রাম্প।

সন্ত্রাসী ও ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইয়েমেন, লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার ও মালদ্বীপ। এর একদিন পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরবে সাম্প্রতিক সফরে তিনি বলেছিলেন, কাতার ‘চরমপন্থী মতাদর্শ’গুলোর পৃষ্ঠপোষক। সফরের ফল পাওয়া শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে ট্রাম্পের সফরের মাত্র দুই সপ্তাহ পর উপসাগরীয় ও মিত্র দেশগুলোর এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড়।

সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বক্তৃতায় ট্রাম্প মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলো কাতারকে একঘরে করেছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটারে লেখেন "মধ্যপ্রাচ্য সফরের সময় আমি বলেছিলাম জঙ্গি অর্থায়ন ঠেকাতে হবে, এটাকে কোনভাবেই বাড়তে দেয়া যাবে না। দেখেন-নেতারা কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করছেন"।

এরপর আরেকটি টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, সৌদি আরবসহ পঞ্চাশটি দেশ যে বলছে তারা চরমপন্থা মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে, তা দেখে খুব ভালো লাগছে। কাতারকে উদ্ধৃত করে তারা তাদের সিদ্ধান্তও জানিয়েছে। সন্ত্রাসবাদ শেষ করার লক্ষ্যে সম্ভবত এটাই শুভ সূচনা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ