বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পথে ঘাটে কোন মূর্তি থাকতে দেয়া হবে না: ছাত্র মজলিসের ইফতারে মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মূর্তিকে ধংস করার জন্যই ইসলামের আগমন। মক্কা বিজয়ের দিনে রাসুলুল্লাহ সা: কাবা ঘরে রক্ষিত সকল মূর্তি ধংস করেন। ইসলাম মূর্তিকে সমর্থন করে না।

তিনি বলেন, গ্রীকদেবী মূর্তি ইসলাম ও জাতি সত্তার চেতনা বিরোধী। বাংলার পথে ঘাটে কোন ধরনের মুর্তি থাকতে দেয়া হবে না।

তিনি বলেন শুরু থেকেই দেশের মানুষ সুপ্রিমকোর্টের অঙ্গনে এ মূর্তি স্থাপনের বিরোধিতা করে আসছে। এ বাস্তবতা অনুধাবন করতে পেরে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী তা অপসারণ করা হয়। কিন্ত কোন অদৃশ্য শক্তির বলে মূর্তি আবার পুন:স্থাপন করা হয়েছে তা মানবে না ইসলামী জনতা। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দেশের বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসার আগেই মূর্তি অপসারন করুন। অন্যথায় তৌহিদী ছাত্র-জনতা মাঠে নেমে আসলে বাংলাদেশের পথে-ঘাটে কোন ধরনের মূর্তি থাকতে দেয়া হবে না।

তিনি আরো বলেন মসজিদের বিরুদ্ধে বিষোদগারকারী নাস্তিক সুলতানা কামালকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে, অন্যথায় তৌহিদী জনতা তাকে যথাযথ জবাব দেবে।

আজ ৯ রমজান ৫ জুন সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে পল্টনস্থ একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিল পুর্ব তাকওয়াভিত্তিক, ইনসাফপূর্ণ ও আদর্শ সমাজ বিনির্মানে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নূর মোহাম্মদ আজিজী, এড. শেখ শোয়াইব আহমদ, মাওলানা হারুনুর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা আবু ইউসুফ নাসির, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন খান।

সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেন, অবিলম্বে শিক্ষানীতি শিক্ষা আইন বাতিল করতে হবে। সুপ্রিমকোর্ট সহ রাস্তার মোড়ে মোড়ে স্থাপিত মূর্তি অপসারণ করতে হবে, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃংখলা ও হয়রানী বন্ধ করতে হবে। অন্যথায় পরিণতি ভাল হবে না।

ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কওমী নিউজের সম্পাদক এ কে এম আশরাফুল হক, আওয়ার ইসলামের সম্পাদক মাওলানা হুমায়ূন আইযুব, নুর বিডি ডট কমের সম্পাদক মাওলানা শামসুল হুদা, সমমনা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমীন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দীন খান, ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান, ছাত্র খেলাফতের সেক্রেটারী জেনারেল আবুল হাসিম, ইসলামী ছাত্র সমাজের মহাসচিব মুহা: নুরুজ্জামান, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক মুহা: আব্দুর রহমান, খেলাফত ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল ইসহাক মাহমুদ, ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারী জেনারেল ইয়াসিন আরাফাত মিতুল, সাবেক ঢাকা মহানগরী সভাপতি জাহাঙ্গীর হোসাইন, মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান সানি, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান সুহেল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি উবায়দুর রহমান, উত্তরের সভাপতি শাহিনুল ইসলাম, আল আজিজ শিল্পি গোষ্ঠির সহ পরিচালক ওমর ফারুক প্রমুখ।

শূকরের মাংস, মদ আর গাঁজা খেয়ে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তারা বিকারগ্রস্ত

বাংলার জমিনে গ্রিক মূর্তির ঠাই হবে না: ছাত্র মজলিস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ