বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপিলেও বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনের ১ তারিখ থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়াতে আদালতের আপিল বহাল রয়েছে। এখন সিদ্ধান্ত কার্যকরে আর কোনো বাধা থাকছে না।

এর আগে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাস স্থগিত করেছিল হাইকোর্ট। সেই আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ আজ সোমবার বহাল রেখেছেন আপিল বিভাগ।

এর ফলে আপাতত গ্যাসের দাম বৃদ্ধি কার্যকর করতে পারবে সরকার।

একই সঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের দেয়া রুল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করারও আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ২৮ মে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোট। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩০ মে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়।

আজ পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে চেম্বার জজ আদালতের আদেশ বহাল রাখেন।

গত ২৩ ফেব্রুয়ারি আটটি গ্রাহক শ্রেণিতে দুই ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধি করে বিইআরসি। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে হাইকোর্টে রিট করেছিলেন স্থপতি মোবাশ্বের হাসান।

আবার বাড়ছে গ্যাসের দাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ