আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম এসেছে কল্যাণের ও মুক্তির জন্য। কল্যাণ ও মুক্তিকামিতাই মানুষের কাজ। আত্মশুদ্ধি অর্জনের মহান এ মাসে নিজেকে আল্লাহর রঙ্গে রঙ্গিন করে ইসলামী অনুশাসন কায়েমে ভূমিকা রাখতে হবে। ইসলামের স্বার্থে আজীবন কাজ করার মানসিকতা থাকতে হবে সকলের। যেখানে ইসলাম নেই সেখানে কোন মুমিন-মুত্তাকি থাকতে পারে না, থাকতে পারে না কোন উলামা-মাশায়েখ।
গতকাল সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ৮ম দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।
মূর্তি ধ্বংস করুন নতুবা আপনারা ধ্বংস হয়ে যাবেন: চরমোনাই পীর
তিনি আরও বলেন, লেজুরবৃত্তির রাজনীতি মানুষের আত্মাকে পাপাচারের দিকে ধাবিত করে। তাই ইসলাম বিজয় করার মানসিকতা নিয়ে সকলকে কাজ করার চেষ্টা করতে হবে। শান্তি, মুক্তি ও কল্যাণ পেতে ইসলামের সুমহান আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অজর্নের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত: পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। কুরআন নাজিলের মহান এ মাসে কুরআনী শাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।
এ সময় তিনি নির্ধারিত সময়ের পূর্বে বাংলাদেশ টেলিভিশনে আজান প্রচারের তীব্র নিন্দা জানান এবং এজন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেন।