বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

পাকিস্তানে জঙ্গি অর্থায়নের দায়ে ৫ হাজার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জঙ্গি অর্থায়নের দায়ে ৫ হাজার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের দাবি, এর ফলে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের হাতে অন্তত ৩০ লাখ ডলার অর্থ হাত ছাড়া হয়েছে । যা, সন্ত্রাসবাদী ও নাশকতামূলক কার্যকলাপ চালাতে সমর্থক ও বিভিন্ন সমমনোভাবাপন্ন সংগঠনের দেওয়া অর্থ জঙ্গিদের ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল।

ঘটনাচক্রে, জুলাই মাসে স্পেনে বৈঠকে বসছে ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। বিশ্বের নানা প্রান্তের নানা দেশে বিভিন্ন জঙ্গি সংগঠন কীভাবে, কতটা আর্থিক মদদ পাচ্ছে, তার ওপর নজর রাখে ৩৫টি দেশকে নিয়ে গড়া ওই টাস্ক ফোর্স।

তবে পাকিস্তান সরকারের এই অভিযান সত্যিই পুরোপুরি সফল হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ পিস স্টাডিজের কর্মকর্তা মুহম্মাদ আমির রানা।

তাঁর কথায়, ‘‘যাতে পাকিস্তানের মাটিতে আশ্রয় নেওয়া সব জঙ্গি আর তাদের প্রকাশ্যে ও গোপনে থাকা সব সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ করা যায়, তার ওপর বেশি করে নজর দিতে হবে ইসলামাবাদকে। না হলে জঙ্গি বা তাদের সংগঠনগুলিকে দেওয়া আর্থিক মদদের রাশ পুরোপুরি টেনে ধরা যাবে না। ’’

কিন্তু ইসলামাবাদের জিন্নাহ ইন্সটিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসান আকবর বলছেন, জঙ্গিদের আর্থিক মদদ বন্ধে পাক সরকার অনেক কিছুই করছে। যে ছোট ও মাঝারি শিল্পপতি, ব্যবসায়ীদের কাছ থেকে জঙ্গিরা নিয়মিত অর্থ পেত, তাদের সতর্ক বা গ্রেফতার করা হয়েছে। আরও বেশি করে তাঁদের ওপর নজর রাখা হচ্ছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তা হল, ওই অর্থটা জঙ্গিদের হাতে আসছে দুবাই ও আমেরিকায় থাকা তাদের সমর্থকদের কাছ থেকেও। ’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ