বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম-এর ৪র্থ বর্ষপূর্তিতে ১৭বিশিষ্ট নাগরিককে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাটোয়েন্টিফোরডটকম-এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে দেশের বিশিষ্ট ১৭ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বৃহস্পতিবার [১লা জুন’ ২০১৭ইং], সকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে ও সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এবছর মহান রাষ্ট্রভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন আদায়ের অন্দোলনে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট রাজনৈতিক ও নাগরিক ঐক্যের আহবায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, বাংলা সাহিত্য ও শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যায়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিষ্টার রুমিন ফারহানা।

চিত্রে থাকতে পারে: 5 জন ব্যক্তি, ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন

ইসলামী শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে বিশেষ অবদানের জন্য এনপিএস ও ডিএম টিভির , চেয়ারম্যান জনাব শাহীন খান, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা মহানগর কমপ্লেক্সের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবদুর রহমান, বেকারত্ব দূরীকরনে অসামান্য ভূমিকা পালন করায় বিশিষ্ট ইঞ্জিনিয়ার ও ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন মো. মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালন করায় ন্যাশনাল প্রেস সোসাইটির  উপদেষ্টা জনাব কাজী আফতাবুর রহমান।

চিত্রে থাকতে পারে: 7 জন ব্যক্তি

লেখক ও সাহিত্যিক হিসেবে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কবি, সাহিত্যিক ও দার্শনিক জাগ্রত কবি আল্লামা মুহিব খান, সুস্থ্য ধারার সাংস্কৃতি বিকাশে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,  জিননুরাইনের পরিচালক ও ইসলামী সাংস্কৃতিক জোটের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, হজ্ব ও ওমরাহ্ সেবায় বিশেষ অবদানের জন্য আল-ওয়াসি হজ্ব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দারুল উলূম কাকরাইল ঢাকার ভাইস-প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আবদুল গাফফার খান, আইসিটি সেক্টরে স্বাস্থ্য সেবায় ডিজিটাল প্রেসক্রিপশন তৈরীতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট আই.টি বিশেষজ্ঞ ও ইনফো কেয়ার বাংলাদেশের সিইও জনাব মো: আনিসুর রহমান, সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি জনাব হুমায়ূন কবির বেপারী।

চিত্রে থাকতে পারে: 4 জন ব্যক্তি, ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন

উদীয়মান পাইলট হিসেবে কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট জনাব কাজী মাহতাবুর রহমান, ইসলামী সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সংগঠক ও ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মূফতী মুহাম্মদ খোরশেদ আলম, উদীয়মান আইনজীবী ও সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য উদীয়মান আইনজীবী ও আদর্শ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আল-আমিন সহ দেশের এই বিশিষ্ট ১৭ জন নাগরিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও আমন্ত্রতি জাতীয় নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী-কে ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় এবং অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করায় সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক আব্দুল্লাাহিল মাসুদ-কে এবং সম্পাদক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করায় সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান-কে সম্মাননা স্মারক প্রদান করবেন সবুজবাংলাটোয়েন্টিফোরডটকমের পরিবার বর্গ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ