বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘মোরা’র ক্ষয়ক্ষতি নিরূপণে জাতিসংঘের সহায়তায় যৌথ ওয়ার্কিং কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতিসংঘের সহায়তায় বাংলাদেশ সরকার ও বেসরকারি সংস্থার সমন্বয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে ঘূর্ণিঝড় 'মোরা'র ক্ষয়ক্ষতি নিরুপণ করতে।

ইতিমধ্যে কাজ শুরু করা এ গ্রুপ আগামী ৭২ ঘন্টার মধ্যে একটি রিপোর্ট প্রকাশ করবে। তাদের প্রকাশিত প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে সরকারি ও বেসরকারি পর্যায়ে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের অফিসের বরাত দিয়ে এ খবর দিয়েছে রিলিফওয়েব।

জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট (ইউএনআইটিএআর) এর অপারেশনাল স্যাটেলাইট (ইউএনওএসএটি) এর তথ্য অনুযায়ী প্রায় ১ কোটি ৭৪ হাজার মানুষের উপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে ঘূর্নিঝড় বয়ে যায়। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ১৩০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যায়।

ন্যাশনাল হেল্থ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও হেলথ সার্ভিস এর মহাপরিচালক (ডিজিএইচএস) এর রিপোর্টের বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে ৬ জন নিহত, ১৩৬ জন আহত হয়।

বাজেট নিয়ে দুই ইসলামি অর্থনীতিবিদের প্রতিক্রিয়া

দেবীমূর্তি অপসারণে কোনো টালবাহানা বরদাশত করা হবে না: শীর্ষ উলামায়ে কেরাম

সরকারি তথ্যমতে, প্রায় ৫২ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের আশ্রয় প্রয়োজন।

বাংলাদেশ সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ এলাকর জন্য ১ কোটি ৫০ লাখ (৮ দশমিক ৫৩ মিলিয়ন) টাকা এবং ১৪শ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। নৌবাহিনীর ২টি জাহাজে করে দূরবর্তী দ্বিপসমূহেও এসব সাহায্য পৌছে দেয়া হবে।

ঘূর্ণিঝড় কবলিত এলাকায় অস্থায়ী ক্যাম্পে ও বসতীদের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) পক্ষ থেকে ১২২ মেট্রিক টন বিস্কুট বিতরণ করা হচ্ছে। ইউএনএইচসিআর ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন বালুখালি এলাকায় প্লাস্টিকের শিট, দড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্যা রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) জরুরী খাদ্য, পানি ও আবাসন ব্যবস্থার জন্য ১ লাখ ৭ হাজার ডিজাস্টার রিলিফ ইমার্জেন্সি ফান্ড (ডিআরইএফ) সংগ্রহ করেছে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ