আওয়ার ইসলাম: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
আর কিছুক্ষণ পরেই জাতীয় সংসদে চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন।
বর্তমান সরকারের চলতি মেয়াদে এটাই হবে সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট। দুপুর দেড়টায় অর্থমন্ত্রী সংসদে বাজেট বক্তৃতা শুরু করবেন ।
এসএস/