রাকিব হাসান: আবুধাবি স্থানীয় প্রশাসন রোজাদারদের এলান করার জন্যে কামান ব্যবহার করে থাকে।
খবর অনুযায়ী দুবাইয়ের আবুধাবির বিখ্যাত বুর্জ খলিফার সামনে স্থানীয় পুলিশ প্রশাসন এই কামান রেখেছে যার উদ্দ্যেশ্য হল রোজাদারদের ইফতারি করার জন্য এলান করা। যেমনভাবে ভারত ও পাকিস্তানে সাইরেন বা হরেন এর মাধ্যমে রোজাদারদের ইফতারির খবর দেওয়া হয়, তেমনিভাবেই দুবাইয়ে কামানের ব্যবস্থা করা হয় এবং ইফতারির আগমূহূর্তে এই কামান চালিয়ে রোজাদারদের ইফতারির সময় সম্পর্কে অবগত করা হয়।
ক্যাপ্টেন আব্দুল্লাহ আমিনী বলেন, এটি আবুধাবির এক ঐতিহ্য। আবুধাবি পুলিশ ৫০ বছর পুরোনো এই রেওয়াজকে চালু রেখেছে এবং রাখবে। দেশটিতে বসবাসকারী অন্যান্য দেশের মানুষ বিষয়টি বেশ উপভোগ করেন।
সূত্র: কুদরত