আওয়ার ইসলাম : ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রাকে বাংলাদেশে শুধু ত্রাণসামগ্রী পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় হাইকমিশন থেকে বুধবার (৩১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে সাগরে ডুবে যাওয়া নৌকা বা ট্রলারের লোকজনকে উদ্ধার কাজে সহযোগিতা করছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস- সুমিত্রা। বর্তমানে ত্রাণ সামগ্রী নিয়ে জাহাজটি চট্টগ্রামের দক্ষিণে অবস্থান করছে। এরই মধ্যে জাহাজটি সাগর থেকে একটি মৃতদেহসহ ৩৩ জনকে উদ্ধার করেছে।
বাংলাদেশের জলসীমায় ভারতীয় নৌ-বাহিনীর তৎপরতা
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মাদ খোরশেদ আলম বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৩০ মে) আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা শুধুমাত্র ত্রাণ সাহায্য দেওয়ার অনুরোধ জানালে, আমরা ত্রাণ সামগ্রী পৌঁছানোর অনুমতি দিয়েছি। ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রম চালানোর কোনও অনুমতি দেওয়া হয়নি। ’
-এআরকে