শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

হযরত উসমান রা. এর ওয়াকফকৃত কুয়ার পানি এখনো বহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: হযরত উসমান রা. এর পক্ষ থেকে ওয়াকফকৃত কুয়ার পানি এখন পর্যন্ত শুকায়নি। আরবের একটি বেসরকারি গবেষণা সংস্থার টিম মদিনা মুনাওয়ারায় অবস্থিত ‘বাহরে রুমা’ এর পরীক্ষা করে দেখেছেন কুয়া থেকে এখনো পানি বহমান।

১৪০০ বছর পূর্বে ইসলামের ৩য় খলীফা ও রাসুল সা এর জামাতা হযরত উসমান রা. এই কুয়া কিনে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। এই কুয়ার পানি দ্বারা আজও ‘বাগে উসমান’ নামক বাগানে পানি দেয়া হয়। এই বাগান সৌদি কৃষি মন্ত্রণালয়ের নেগরানিতে আছে, যে কারণে সেখানে প্রবেশ করা নিষেধ।

‘বাহরে রুমা’ নামক এই কুয়া একজন সাহাবীর মালিকানাধীন ছিল। যার নাম রুমা আল গিফারি। তিনি এই কুয়ার পানি বিক্রি করতেন।

একবার হযরত রাসুলে আকরাম সা তাকে বললেন, “তুমি কি এই কুয়া জান্নাতের ঝরনার বিনিময় বিক্রি করবে?”

সাহাবি রুমা আল গিফারি বললেন, “হে আল্লাহর রাসুল আমার কাছে এই একটি মাত্র কুয়া ব্যাতিত আর কিছুই অবশিষ্ট নেই তাই আমি এই কুয়া বিক্রি করতে পারব না”।

তারপর, হযরত উসমান রা. ৩৫ হাজার দিরহামের বিনিময় কুয়াটি ক্রয় করে নেন এবং রাসুল সা এর দরবারে এসে উপস্থিত হয়ে বলেন, “হে আল্লাহর রাসুল আমি যদি ওই কুয়া কিনি তাহলে রুমার জন্য জান্নাতে যে ঝরনার পুরস্কার ছিল আমার জন্যেও কি তাই থাকবে”?

রাসুল সা বললেন, “অবশ্যই থাকবে”।

হযরত উসমান রা. বললেন, আমি কুয়াটি কিনে নিয়েছি এবং আজ থেকে এই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য উন্মুক্ত করে দিলাম।

আল্লাহ তায়ালার কি মহিমা! তিনি আজও সেই কুয়ার পানি বহমান রেখেছেন!

সূত্র: কুদরত অনলাইন

সৌদি ব্যাংকে হজরত ওসমান রা. এর একাউন্ট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ