অস্ট্রিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’ নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঝড় মোকাবিলায় প্রশাসনকে সর্বাত্মক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এদিকে, ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার ভোর থেকেই ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। ফলে উত্তাল রয়েছে সাগর। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে টেকনাফ-সেন্টমার্টিনে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা। মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
চট্টগ্রাম উপকূল ছেড়েছে ‘মোরা’ ১১টা নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে
এসএস/