বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে এই বিতরণ পর্ব শুরু হবে রাজধানীর ধানমণ্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টার থেকে। রাত দুইটার দিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান- রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান, আজিমপুর, চকবাজার, নবাবপুর, বংশাল, সুত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামপুর, জুরাইন, কদমতলী, ধোলাইপাড়, কমলাপুর রেলস্টেশন, খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, বিজয়নগর, ও হাতিরপুল এলাকায় গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বর্ণিত এলাকাগুলোর দায়িত্বশীল বিএনপি নেতাদের সঠিক সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
এদিকে চেয়ারপারসনের নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোরআহবান জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল। ফখরুল বলেন, ‘নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে হবে।গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবেন
দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে সাধারণের পাশে থাকতে বলা হয়েছে। মোরা’র আঘাতের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।
এসএস/