আওয়ার ইসলাম: ধর্মমন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে অনুষ্ঠিত তিনটি বাছাই পরীক্ষায় শতাধিক প্রতিযোগীকে পরাজিত করে ১ম স্থান অর্জন করে ৩য় বারের মত মারকাজুত তাহফিজ থেকে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই গেলেন হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী ও হাফেজ ত্বরিকুল ইসলাম।
২৯ মে দুপুরে তারা দুবাইয়ের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। প্রতিযোগিতা শেষে ফিরবেন ১৮ জুন।
উল্লেখ্য ২০১৭ সালে বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য কুয়েত, ইরান, জর্দান ও দুবাই চারটি দেশের জন্যই ধর্মমন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব লাভ করেছে মারকাজুত তাহফিজের ছাত্রবৃন্দ। এছাড়াও এ মাদরাসার ছাত্ররা সৌদিআরবে ৭ বার , মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরান ৫ বার, কুয়েত ১ বার, কাতার ১ বার, গাম্বিয়া ১ বার, বাহরাইন ১ বার, দুবাই ২ বার ও জর্দানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে।
হাফেজ ত্বরিকুল ইসলামের সাফল্য কামনায় দেশবাসীর কাছে দো’য়া চেয়েছেন উস্তাদ নেছার আহমদ আন নাছিরী ও তার অভিভাবক।
৭০ দেশের মধ্যে মারকাজুত তাহফিজের ছাত্র ত্বকী ২য়