বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত; বাংলাদেশি হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে মদিনা ও পশ্চিম সৌদি আরব সংযুক্ত হাইওয়েতে দুর্ঘটনায় কয়েকটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। বাসে ভ্রমণকারী যাত্রীরা ওমরাহ হজ পালন শেষে মদিনা থেকে ফিরছিল।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত নিহতরা কোন দেশের নাগরিক তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় থাকতে পারে।

জানা যায়, ছোট একটি লরি ও পাঁচটি বাস সেসময় দুর্ঘটনার কবলে পড়ে। লরিটি হাইওয়ের পাশে পার্ক করার চেষ্টা করছিলো। কিন্তু প্রচুর বাতাসের ও বিরুপ আবহাওয়ার কারণে কিছু দেখা যাচ্ছিলো না। এমন সময় একটি গাড়ি এসে লরিকে ধাক্কা দেয়। এরপর কয়েকটি বাসও এসে ধাক্কা খায়।

কাসিমের সিভিল ডিফেন্সের মুখপাত্র আব্দুল আজিজ আল তামিম বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং খুব দ্রুত শোক কাটিয়ে উঠুক এই প্রার্থনা করি।’

মদিনাসহ অন্যান্য শহর থেকে এখন পর্যন্ত ২৮টি উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সৌদি রেড ক্রিসন্ট সোসাইটি পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ। ধারণা করা হচ্ছে সেসময় বাসগুলোতে ২০০ জন যাত্রী ছিল।

সূত্র: সৌদি গেজেট ও গালফ নিউজ

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ