আওয়ার ইসলাম : বিতর্কিত আইটেম গান ‘আল্লাহ মেহেরবান’ এর বিরুদ্ধে উকিল নোটিশ জারি হয়েছে। উকিল নোটিশ প্রদানের উদ্যোগ নিয়েছে মো. আজিজুল বাশার নামক এক ব্যক্তি।
গত ২৬ মে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘আল্লাহ মেহেরবান’ আইটেম গানটি। প্রকাশের পর গানের কথা ও নুসরাত ফারিয়ার অশালীন পোশাক-নৃত্যের জন্য অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং গানটিকে ডিসলাইক করেন।
গ্রীক দেবীকে পুনঃস্থাপনে আমরা বাকরুদ্ধ: আল্লামা আহমদ শফী
উকিল নোটিশ প্রেরণকারী মো. আজিজুল বাশার বলেছেন, তিনি গানটিকে একটি ইসলামি গান মনে করে বিভ্রান্ত হয়েছেন।
মো. আজিজুল বাশারের পক্ষে আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আবদুল আজিজ বরাবর উকিল নোটিশ পাঠান। নোটিশে তিন দিনের মধ্যে ইউটিউবসহ সব ধরনের মিডিয়া থেকে গানটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
-এআরকে