আওয়ার ইসলাম : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু্ বলেছেন, শনিবারের পরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে।
চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, রমজান মাসে বিদ্যুৎের চাহিদা থাকবে ১০ থেকে সাড়ে ১০ হাজার মেগাওয়াট। রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে চাহিদা মেটানো যাবে বলে জানান তিনি।
এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার ১০ উপায়
কয়েকদিন আগে একটি সঞ্চালনা টাওয়ার ভেঙে যাওয়ায় বিবিয়ানা ও মেঘনা ঘাটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না। বেশ কয়েকটি কেন্দ্র রক্ষণাবেক্ষণে থাকায় চাহিদানুযায়ী বিদ্যুৎ দেয়া যাচ্ছে না, লোড শেয়ার করতে হচ্ছে।
-এআরকে