আবদুল্লাহ আবরার: সৃজনশীল প্রকাশনা সংস্থা মাকতাবাতুল হাসান থেকে প্রকাশ হচ্ছে ৬ টি নতুন বই। এ উপলক্ষ্যে ২৫ মে বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাদের উপস্থিত থাকবেন খ্যাতিমান সব লেখক ও পাঠক।
জানা যায়, মাকতাবাতুল হাসানের প্রধান বিক্রয়কেন্দ্র ঢাকার চিটাগাং রোডের মাদানিনগরের আর.এস টাওয়ারে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। এতে আমন্ত্রিত অতিথিগণ মোড়ক উন্মোচন করবেন নতুন বইগুলোর। থাকবে পাঠ ও আলোচনা পর্ব।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, শিশু সাহিত্যিক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী ও লেখক গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বইপ্রেমীদের উপস্থিত থাকতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাওলানা ওবায়েদ উল্লাহ।
কাসেম বিন আবু বকর নিজের উপন্যাসকে ইসলামী বলতে নারাজ, আমরা কেনো বলবো?