বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ধর্ষণ জাতীয় বিনোদনে পরিণত হয়েছে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ এখন জাতীয় ক্রীড়া ও বিনোদনে পরিণত হয়েছে। দেশে এখন সুশাসন নাই বলেই নারীদের সম্মান নাই। খবরের কাগজ খুললেই দেখা যায়, ধর্ষণ আর ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা। আইনের শাসন না থাকার করণে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি চলছে।’
সোমবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম চত্বরে জাতীয় পার্টির (এরশাদ) রাজশাহী মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বর্তমানে বেকার হয়ে দেশের শিক্ষিত যুবসমাজ হতাশায় ভুগছে, হয়ে পড়ছে মাদকাসক্ত। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বর্তমান ঘোষিত সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু। পরিচালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও ঘোষিত সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম।
-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ