ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে সমকামিতার অভিযোগে দুই যুবককে শাস্তি প্রদান করা হয়েছে। সমকামিতায় লিপ্ত থাকা অবস্থায় ধরা পড়া দুই যুবককে ৮৫ ঘা করে বেত্রাঘাত দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির বয়স ২০ ও ২৩ বছর। এ সময় ওই দুই ব্যক্তিকে সাদা গাউন পরিয়ে মঞ্চে দাঁড় করানো হয় এবং মুখোশ পরা ব্যক্তিরা তাদেরকে পিছন থেকে বেত্রাঘাত করে। । মার্চে তাদেরকে তাদের আবাসনে হাতেনাতে ধরা হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ইসলামিক আইনের অধীনে সমকামিতা অবৈধ। সেখানে সমকামিতার জন্য বেত্রাঘাতের ঘটনা এটাই প্রথম। তবে অন্যান্য বেশির ভাগ এলাকায় সমকামিতা অবৈধ নয়।
বিবিসি অনলাইন জানায়, অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি কার্যকর করা হয় বান্ডা আচেহতে একটি মসজিদের বাইরে। এতে বলা হয়, শাস্তি দেয়ার সময় তা প্রত্যক্ষ করতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। তাদের অনেকেই বেত্রাঘাতের দৃশ্য মোবাইলে ধারণ করেন।
এসএস/