হাসপাতাল থেকে মেলেনি অ্যাম্বুল্যান্স, তাই স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটেছিলেন উড়িষ্যার ডানা মাঝি। সে আমনবিক দৃশ্য এখনও তাজা। তবে শুধু ডানা মাঝি নয়, এরকমটা ঘটেছে ভারতের নানা প্রান্তে । আর এবার ছত্তীশগড়ের বিলাসপুরে যা ঘটল, তা স্পষ্ট করে তুলল সরকারি হাসপাতালের ‘অমানবিক’ চরিত্রকেই!
মুসকান খান ছত্তীশগড়ের বিলাসপুরের বাসিন্দা। মুসকানের স্বামী মারা গিয়েছে কিছু দিন আগেই। প্রতিবেশীকে নিয়ে এসেছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসা করতে। কিন্তু সরকারি হাসপাতাল ভর্তি করতে চান না মুসকানকে। হাসপাতালের দাবি বেড না থাকার ফলেই ভর্তি করা যাবে না। ভর্তি নিল না সরকারি হাসপাতাল।
কোনও উপায় না দেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুসকান। এই সময়ই ওঠে প্রসব যন্ত্রনা। হাসপাতালের একটু দূরেই একটি গাছের তলায় আশ্রয় নেয় মুসকান। সেখানেই সন্তান প্রসব করেন। ওই অবস্থাতেই সারা রাত গাছের নিচেই পড়ে থাকেন তিনি। পরের দিন পথ চলতি মানুষেরা তাঁকে নিয়ে যায় জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন মুসকান ও তাঁর সন্তান সুস্থ আছেন।
কাবার দরজায় ৮ টুকরো মরমর পাথরের রহস্য কী?