আওয়ার ইসলাম : ভারতে জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সিনিয়র নেতা শারদ যাদব কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, কাশ্মির উপত্যকার অবস্থা এখন নাগালের বাইরে এবং সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ।
শারদ যাদব এক বিবৃতিতে বলেন, ‘কাশ্মির উপত্যাকার পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং গত ৩ বছরে তা হাতের বাইরে চলে গেছে। এখন সেখানে শান্তি স্থাপন করা খুব চ্যালেঞ্জের বিষয়। রাজ্যটি সন্ত্রাসবাদের কবলে পড়েছে। গত ১৫ বছরেও এমনটা হয়নি এবং সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
মোদির সঙ্গে বৈঠক; কাশ্মির সমস্যার সমাধান চাইলেন জমিয়ত নেতৃবৃন্দ
জওয়ানদের সহযোগিতা করতে কাশ্মির যাচ্ছে এক হাজার সাধু
অন্যদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী কাশ্মির পরিস্থিতি নিয়ে নীতি রূপায়ণের জন্য দলের মধ্যে একটি কমিটি তৈরি করেছেন। এতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেস নেতা কর্ণ সিংহ, গুলামনবী আজাদ এবং জম্মু-কাশ্মিরের দায়িত্বপ্রাপ্ত নেত্রী অম্বিকা সোনি।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে রোববার সেই কমিটির প্রথম বৈঠক হয়। কমিটির সদস্য অম্বিকা সোনি বলেন, ‘জম্মু-কাশ্মিরের পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বিগ্ন। কংগ্রেস আমলে কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্তরে অনেক পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্তু সে সব এখন ধুয়েমুছে গেছে। সেজন্যই সেখানকার পরিস্থিতি খারাপ হয়েছে।’
সূত্র : পার্সটুডে
-এআরকে