রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

আলেমদের নিয়ে নতুন দল গঠনের প্রস্তাব ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: আওয়ামী লীগের একটি আলাদা ইসলামিক ফোরাম করার প্রস্তাব নিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আইনজীবীদের একটি পৃথক ফোরাম করেছি আমরা। আমার মনে হয় ইসলামী একটি ফোরামও প্রয়োজন হয়ে পড়েছে। সামনে রমজান মাস, তখন ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান ওই ফোরামের মাধ্যমে করা যাবে।’

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এই প্রস্তাব দেন।

ইসলামি ফোরাম নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা গতানুগতিক ফোরাম দাঁড় করাব না। আমাদের আদর্শ ধারণ করেন, এমন আলেমদের নিয়ে এই ‘প্ল্যাটফর্ম’ করা যেতে পারে।’

সভায় উপস্থিত ধর্ম সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘ধর্মীয় নানা কার্যক্রমে আমরা তো সম্পৃক্ত। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছি।’

জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ওলামা লীগ নামে আমাদের একটি ইসলামিক সংগঠন ছিল। এই ফোরাম কেন হয়েছিল, আর কেনই বা নেই?’

আওয়ামী ওলামা লীগ সম্পর্কে আব্দুল্লাহ বলেন, ‘ওই সংগঠনে দলাদলি ও বিতর্কিত সাম্প্রদায়িক কর্মকাণ্ডের জন্য প্রশ্নবিদ্ধ হয়। অবশ্য ওই সংগঠন পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিলুপ্ত ঘোষণা করেন।’

ইসলামিক ফোরাম নিয়ে আলোচনা করা হলেও দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে বিষয়টির আলোচনা শেষ হয়।

২৫ তারিখের বাহাস নিয়ে নতুন সংশয়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ