বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আরব সামিটে মুসলিম বিশ্ব সম্পর্কে যা বললো ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কোনো ধর্মীয় বিশ্বাসের লড়াই নয় বরং এটি ভালো ও মন্দের লড়াই। রবিবার দেয়া ভাষণে তিনি মুসলিম দেশগুলোকে বলেন, ইসলামি উগ্রবাদ মোকাবেলায় সক্রিয় অংশগ্রহণ করতে হবে আপনাদের।

তিনি সম্মেলনের প্রতি ইঙ্গিত করে ‘শান্তির পথ এখান থেকেই শুরু’ বলে মন্তব্য করেন।

নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদ গেছেন।

তিনি বলেন, প্রত্যেক দেশ ও জাতির জন্য করণীয় হলো দেশকে সন্ত্রাসমুক্ত করা। সন্ত্রাসের কাজে নিজ দেশের ভূমি ব্যবহারের সুযোগ না দেয়া।

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ কোনো বিশ্বাস, সভ্যতা ও সংস্কৃতির বিরুদ্ধে নয়। এ যুদ্ধ তাদের বিরুদ্ধে যারা মানুষের জীবন ও সম্পদ নষ্ট করছে।

সন্ত্রাসীরা কোনো প্রভুর উপাসনা করে না। তারা উপাসনা করে মৃত্যুর। এদের উপাসনালয় থেকে বের করে দিন, এদেরকে সমাজ ও রাষ্ট্র থেকে বের করে দিন।

‘আমেরিকা ফার্স্ট’ পলিসিতে নির্বাচন জেতা ট্রাম্প বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে তবে মধ্যপ্রাচ্যর লড়াইয়ে জোরালো অংশগ্রহণ থাকতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু শান্তির পথে যাত্রা এই প্রাচীন পবিত্র ভূমি থেকে শুরু হবে।

ট্রাম্প বলেন, আমরা আপনাদের বলতে আসিনি কিভাবে আপনাদের জীবনচর্যা পরিচালনা করবেন, কি করবেন, অথবা কিভাবে প্রার্থনা করবেন।

কিন্তু আমরা এই অশুভ শক্তিকে একমাত্র তখনই পরাজিত করতে পারবো যখন শুভ শক্তি একতাবদ্ধ ও শক্তিশালী। এবং এই ঘরে উপস্থিত সবাই লড়াইয়ের প্রযোজ্য ভাগটা বুঝে নেন। মধ্যপ্রাচ্য অবশ্যই এটা ভেবে বসে থাকতে পারে না যে যুক্তরাষ্ট্র তাদের শত্রুকে ধ্বংস করবে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ