বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি অভিযানের সংবাদ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে শেষ সকাল সাড়ে নয়টায়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই অতিরিক্ত সংখ্যক পুলিশ খালেদার কার্যালয়ে প্রবেশ করে এ তল্লাশি শুরু করে।

রাষ্ট্রবিরোধী কোনও কর্ম কাণ্ড কিংবা কোনও ডকুমেন্ট সেখানে রয়েছে কি না তা দেখা হচ্ছে এই তল্লাশিতে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি স্বাধীন বিচার বিভাগের জন্য চেষ্টা করছেন: মওদুদ আহমদ

আবু বকর সিদ্দিক জানান, আদালতের একটি সার্চ  ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশি চালাচ্ছেন তারা

বিএনপির সহ দপ্তরর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে গুলশান থানার অতিরিক্ত পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কয়েকজন ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করেছে। তবে কেন এবং কী কারণে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে তা আমরা জানি না। '

শায়রুল কবির খান বলেন, 'আমরা তাদের কাছে কার্যালয়ে প্রবেশের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা শুধু বলেছেন- আমরা কার্যালয়ের ভেতরে যাব, যেতে দিন। '

কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে কাউকে যেতে দিচ্ছে না।

তল্লাশি শুরুর আগে পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয়।

-এআরকে

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ