আওয়ার ইসলাম : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মী দেশ, মানবতা ও ইসলামের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। সকল প্রকার বাতিলের মোকাবেলা করতে ইশা ছাত্র আন্দোলন-এর কর্মীদের জ্ঞান-বিজ্ঞানে আরো বেশি প্রশিক্ষিত হওয়ার পরামর্শ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রাজধানী ঢাকার গুলশানস্থ সাঈদনগর অটিটোরিয়ামে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত অগ্রসরমান কর্মীদের নিয়ে ৪ দিনব্যাপী কর্মী তারবিয়াতের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ১৯৯১ সালের ২৩ আগস্ট কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করীম (রহ.) এমনই একটি স্বপ্ন নিয়ে ইশা ছাত্র আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছিলেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম রুহুর আমীন সভাপতির বক্তব্যে বলেন, আমাদের এই অর্জিত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি ছাত্র সমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে হবে।
-এআরকে