বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বাহাস এড়াতে এনায়েতুল্লাহ আব্বাসীর নতুন কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ২৫ তারিখে অনুষ্ঠতিব্য বহুল আলোচিত বাহাসের যেনো রহস্যের কোনো শেষ নেই। এবার কেঁচো খুড়তেই বেড়িয়ে এলো সাপ। এবার অভিযোগ উঠেছে, ফাউন্ডেশন মিলনায়তনের বরাদ্দ বাতিল করার জন্য স্বয়ং ড. এনায়েতুল্লাহ আব্বাসিই দিয়েছেন বিকল্প দরখাস্ত।

একই দিন একই সময়ে হলের বরাদ্দ চেয়ে আবেদন করেছে ‘তাহরিকে খাতমে নাবুয়্যাত’ নামক আরেকটি সংগঠন। আওয়ার ইসলামের অনুসন্ধানে জানা গেছে,  এ সংগঠনের আমীর  ড. মুফতি সৈয়দ মোহাম্মাদ এনায়েতুল্লাহ আববাসী।

আওয়ার ইসলাম তার অনুসন্ধানে আরও জানতে পেরেছে যে,  ২৫ তারিখ বাহাসের জন্য জন্য ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মিলনায়তনের বরাদ্দ চেয়ে দরখাস্ত করা হয়। কিন্তু অনুমতি দেয় নি ইফা কর্তৃপক্ষ। কারণ অনুসন্ধানে ফাউন্ডেশন ডিজির কাছে যান দুই পক্ষের ‍দুজন প্রতিনিধি।

২য় পক্ষে তালিমুদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক আবদুস সবুর খান এবং ১ম পক্ষ তথা ড. এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে মুহাম্মদ মাহদী। তাদের উভয়ের উপস্থিতি ইসলামিক ফাউন্ডেশনেরদাওয়াহ বিভাগের প্রধান নিশ্চিত করেন, একই দিনে, একই সময়ে একই তারিখে “পবিত্র মাহে রমজানের গুরত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভার জন্য অনুমতি চেয়ে দরখাস্ত প্রদান করেছে তাহরিকে খাতমে নাবুয়্যাত নামক একটি সংগঠন। এবং এ দরখাস্ত এসেছে, আব্বাসী মঞ্জিল থেকে।

২৫ মে বাহাস নিয়ে মুখ খুললেন মুফতি মিযানুর রহমান সাঈদ

২৫ মে বাহাসের অনুমতি মিলেনি ফাউন্ডেশন মিলনায়তনে

এ ব্যাপারে দ্বিতীয় পক্ষের প্রতিনিধি আবদুস সবুর খান আওয়ার ইসলামকে আরও জানান,  ‘গতকাল কথা ছিল, আজকে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় (মাওলানা মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা) যাব ওখানে বাহাস হওয়ার সংক্রান্ত বিষয়ে হযরতের অনুমতি নিতে। দুই পক্ষে সম্মতিতে এই কথার উপর ভিত্তি করেই গতকালকের প্রোগ্রাম শেষ হয়। যা লাইভ ভিডিওতেও স্পষ্ট দেখা যাচ্ছে।’

 ২৫ মে বাহাস নিয়ে বিভ্রান্তি ও কিছু কথা

‘কিন্তু গতকাল রাত্রেই আমাকে ১ম পক্ষের প্রতিনিধি মাহদী ফোন দিয়ে বলল, আজকে আব্বাসীর মাদ্রাসায় খতমে বুখারী। তো জায়গা কোথায় হতে পারে সেই বিষয়ে আলোচনার জন্য শুক্রবার বাইতুল মোকাররম বসা হবে। আমি সাথে সাথে প্রতিবাদ করি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে বলি, এই মাত্র আপনাদের মুবাহির মঞ্জুর সাহেবের সাথেও কথা হয়েছে। তিনি বললেন যাত্রাবাড়ী হুজুরকে যেন মুফতি মিযান সাহেব ফোন করেন এবং আব্বাসী সাহেবকে ফোন করার কথা উনি বলবেন। সকালেও একই কথা হয়েছে। আর আপনি এখন এই কথা বলছেন কেন?  কিন্তু  সে বিষয়টি সরাসরি অস্বীকার করে আমাকে অবাক করে দেয়।’

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ