আওয়ার ইসলাম : সারা দেশে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়াল কালের কণ্ঠকে এ তথ্য জানান।
তিনি জানান, স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট ডাকার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দের সঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বৈঠক হয়েছে। বৈঠকে ফলপ্রসু আলোচনার পর জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবেন।
এ বৈঠকে এফবিসিসিআই-এর নব নির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেন স্বর্ণ ব্যবসায়ীরা।
এ সময় বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বৃহস্পতিবার কোনো নোটিশ ব্যতীত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আমিন জুয়েলার্সে অভিযান ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।
-এআরকে