বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

খন্দকার মোশাররফের গাড়ি বহরে হামলা, উদ্ধার করলেন সুবিদ আলী ভূইঁয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একজন কর্মীর মায়ের কুলখানিতে অংশ নিতে যাওয়ার সময় কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আর তাকে এ সময় উদ্ধার করেন আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া।

আজ শুক্রবার দুপুরে পেন্নাই-মতলব সড়কে উপজেলার পালেরবাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়িবহরের তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনর পেন্নাই-মলতর সড়কে  পালেরবাজারের নিকট গাড়িবহরটি পৌঁছালে একদল লোক গাড়িবহরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বহরের তিনটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি পাশের আরেকটি অনুষ্ঠানের যাওয়ার সময় তাকে উদ্ধার করে বিটেশ্বরে নিয়ে আসেন।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি জাহাঙ্গীর আলম বলেন, "মোশাররফ স্যারের গাড়িবহর নিয়ে একটি কুলখানিতে যাওয়ার সময় পালেরবাজারের নিকট একদল সন্ত্রাসী অচমকা এসে গাড়িবহরের ওপর হামলা  চালায়। তারা বহরের তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরে তিনি বিটেশ্বরে এক কর্মী সমাবেশে যোগ দেন। "

মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপির ব্যক্তিগত সহকারী সালামত প্রধান বলেন, "সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ সাহেব গাড়িবহরে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। খবর পেয়ে আমাদের স্যার দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওনাকে উদ্ধার করে নিয়ে আসেন। "

দাউদকান্দি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, "সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ সাহেবের গাড়িবহরে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই বিক্ষুব্ধ লোকজন চলে যায়। পরে তিনি নিরাপদে কর্মসূচি পালন করেন। "

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ