কাজী হামদুল্লাহ, চট্টগ্রাম প্রতিনিধি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচাল আল্লামা শাহ আহমদ শফীর দ্রুত সুস্থতা কামনা করে হাটহাজারির কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদ জুমা বিশেষ মুনাজাত করা হয়।
জুমার নামায পরবর্তি মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব মুফতী জসিমুদ্দীন সাহেব।
এতে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসা ও আশপাশের বিভিন্ন মাদরাসার উলামা-মাশায়েখ, মাদরাসার কয়েক হাজার দাওরা (মাস্টার্স) পরীক্ষার্থীসহ হাটহাজারীর সর্বোস্তরের মানুষ।
ক্লিনিকে ভর্তি হয়েছেন আল্লামা শফী, দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা
তারা আল্লামা আহমাদ শফীর দ্রুত শেফা কামনা করেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তারের প্রতি হযরতের কথা, ‘আমাকে কষ্ট দিও না, আমি আজকে চলে যাবো’ প্রকাশ পেলে সারা দেশে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের কয়েকটি সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের মসজিদে মসজিদে আজ জুমার নামাযের পরে আমিরে হেফাজতের সুস্থতার জন্য বিশেষ দোয়া-মুনাজাতে অংশ নেন সর্বস্তরের মুসুল্লিরা।
উল্লেখ্য, আমিরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী দাঃবাঃ বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা অনুভব করায় গতকাল ১৮ মে সন্ধ্যায় মেডিকেল চেকাপের জন্য চট্টগ্রাম মহানগরীর ন্যাশনাল হসপিটালে ভর্তি হন।
বিকালে আল্লামা শফীর বিশেষ সচিব সূত্রে জানা যায়, আমিরে হেফাজতের অবস্থা কিছুটা উন্নতির দিকে।
তিনি বলেন, আশা করা যায় হজরত খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরবেন।
-এআরকে