আওয়ার ইসলাম : নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডকে দেশের প্রথম ‘শিশুশ্রম মুক্ত’ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ শিশুশ্রম রোধে এক শপথ গ্রহণ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে শিশুশ্রম রোধে শপথ নিয়েছে হাজারো মানুষ।
বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস’র আয়োজনে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান।
গুড নেইবারস নীলফামারী সিডিপি’র ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদ চয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, জেলা এলসিবিসিই অফিসার আবু রায়হান মিয়া, সুবর্ণখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংস্থার এসএস অফিসার সাখাওয়াত হোসেন শান্ত।
ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান জানান, শিশু শ্রম মুক্ত ঘোষণা দেয়ার কারণ হলো যাতে এলাকাটির কোন শিশু শ্রমে নিয়োজিত না হয়। সেজন্য সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্ন উদ্যোগে।
অনুষ্ঠানে অবিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সহস্রাধিক অংশগ্রহণকারীকে শপথ বাক্য পাঠ করানো শেষে বেলুন উড়িয়ে ‘শিশু শ্রম মুক্ত” গ্রাম ঘোষণা দেয়া হয়।
-এআরকে