আওয়ার ইসলাম : ফিলিপাইন ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আর কোনো অনুদান গ্রহণ করবে না। ম্যানিলায় নিযুক্ত ইইউ’র দূত ফ্রানজ জেসেন এ কথা জানিয়েছেন।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদক-বিরোধী লড়াইকে সমালোচনার করার জের ধরে এ ঘোষণা দেয়া হলো।
ফ্রানজ জেসেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ফিলিপাইন সরকার তাকে জানিয়ে দিয়েছে যে, তারা ইইউ'র নতুন কোনো অনুদান আর নেবে না। ২৫ কোটি ইউরোর অনুদানের ওপর এ ঘোষণার প্রভাব পড়বে বলেও জানান তিনি।
অবশ্য, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন নি ফিলিপাইনের কর্মকর্তারা। ফিলিপাইনের অর্থ বিভাগ বলেছে, আজ (বৃহস্পতিবার) আরো পরে এ বিষয়ে বিবৃতি দেয়া হবে।
সূত্র : পার্স টুডে
-এআরকে