বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

২৫ মে বাহাসের অনুমতি মিলেনি ফাউন্ডেশন মিলনায়তনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য মিলাদ-কিয়ামের পক্ষ-বিপক্ষের বাহাসের স্থান এখনো নির্ধারিত হয়নি।

গত সোমবার ইসলামিক ফাউন্ডেশন ডিজি বরাবর অনুমতি চেয়ে আবেদন করে উভয় পক্ষ। আজ বেলা ১১ টায় উভয়পক্ষের প্রতিনিধি অনুমতির ব্যাপারে খোঁজ-খবর নিতে ইসলামি ফাউন্ডেশন কার্যালয়ে গেলে তাদের জানানো হয়, বাহাসের জন্য হলের অনুমতি দেওয়া হবে না।

অনুমতি না পাওয়ার কারণ হিসেবে মাওলানা আবদুস সবুর সুমন ইসলামিক ফাউন্ডেশনের দাওয়া বিভাগের প্রধানের বরাত দিয়ে আওয়ার ইসলামকে বলেন, মূলত দুটি কারণে এখানে অনুমতি পাওয়া যায়নি। প্রথমত একই সময়ে দুটি আবেদন জমা হয়েছে। একটি আবেদন আমরা করেছি বাহাসের জন্য। অন্যটি আব্বাসী সাহেবের পক্ষ থেকে এসেছে কিন্তু সেটি কোন প্রোগ্রামের জন্য তা জানি না।

এছাড়াও প্রশাসন হয়তো মনে করছে এখানে কোন সংঘাতের আশঙ্কা রয়েছে এ কারণেও অনুমতি না মিলতে পারে বলে মনে করেন তিনি।

বাহাসের দিন অন্য প্রোগ্রামের জন্য হলের আবেদন করেছেন কেন জানতে চাইলে মাওলানা আব্বাসীর প্রতিনিধি সাইফুদ্দীন মাহাদী বলেন, আমার এ ব্যাপারে সুস্পষ্ট কোন ধারণা নেই।

জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের হলে অনুমতি বাতিল হওয়ায় মাওলানা এনায়েতউল্লাহ আব্বাসীর প্রস্তাব অনুযায়ী যাত্রাবাড়ী মাদ্রাসায় (আল্লামা মাহমুদুল হাসানের মাদরাসা) বাহাস করার জন্য
উভয়পক্ষের প্রতিনিধিরা যাত্রাবাড়ি যাবেন এবং অনুমতি চাইবেন।

২৫ মে বাহাস নিয়ে বিভ্রান্তি ও কিছু কথা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ