আওয়ার ইসলাম : কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে ফিলিস্তিনের সঙ্গে গুরুত্বপুর্ণ পাঁচটি চুক্তি করল ভারত। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে বৈঠকে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে।
মাস দু’য়েক পরে মোদীর ইজরায়েল সফরের আগে বড় চমক এই চুক্তি।
দিল্লির হায়দরাবাদ হাউজে আব্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একান্ত বৈঠক হয়।
মোদী বলেছেন, প্যালেস্টাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী ভারত। দু’দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার উপরও জোর দিয়েছেন মোদী।
তিনি বলেছেন, সব বিষয়ে ভারত প্যালেস্তাইনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর। সব সময়েই প্যালেস্তাইনের প্রতি নৈতিক সমর্থন রয়েছে ভারতের। দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি আব্বাসের সঙ্গে মোদির বৈঠকে একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে।
গত রবিবার চারদিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন আব্বাস। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডট কম
-এআরকে